post-image

নবছায়ার এক যুগ পূর্তি উপলক্ষে টিভি কাপ শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে নবছায়ার এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত টিভি কাপ শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি সফলভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টটি খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত, সুস্থ ও সচেতন যুবসমাজ গড়ে তোলার প্রত্যয়ে আয়োজন করা হয়।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাপুর এ.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আবু ইউসুফ খাঁন, সৈয়দ তৈয়বুর রহমান এবং বাবুল মুন্সী, ইউপি সদস্য (২নং ওয়ার্ড)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবছায়া সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মির্জা সুমন। সার্বিক অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন নবছায়ার প্রতিষ্ঠাকালীন সদস্য কাজী শাহাবুদ্দীন।


অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক পথে পরিচালিত করার অন্যতম মাধ্যম। মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে নবছায়ার এই ধরনের আয়োজন সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তাঁরা মত প্রকাশ করেন।


আয়োজকরা জানান, নবছায়া ভবিষ্যতেও খেলাধুলা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে কাজ করে যাবে।


ফাইনাল খেলায় মুখোমুখি হয় যাত্রাপুর উত্তর পাড়া একাদশ বনাম যাত্রাপুর মধ্য পাড়া একাদশ। রোমাঞ্চকর এই ম্যাচে চমৎকার নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে যাত্রাপুর উত্তর পাড়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ট্রফিসহ ৩২ ইঞ্চি এলইডি টিভি লাভ করে। রানার্সআপ হিসেবে যাত্রাপুর মধ্য পাড়া একাদশ ট্রফিসহ ২৪ ইঞ্চি এলইডি টিভি অর্জন করে।


ব্যক্তিগত নৈপুণ্যে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মাসুদ মোল্লা। টুর্নামেন্টজুড়ে সর্বোচ্চ রান সংগ্রহ করে সাগর এবং সর্বোচ্চ সংখ্যক উইকেট সংগ্রহ করে হৃদয় মিয়া যথাক্রমে ব্যাটসম্যান ও বোলার ক্যাটাগরিতে সম্মাননা ট্রফি অর্জন করেন।


নবছায়া — একটি সুন্দর সমাজ বিনির্মাণে।