post-image

নবছায়ার এক যুগ পূর্তি উপলক্ষে টিভি কাপ শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন

নবছায়ার এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত টিভি কাপ শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। “সুস্থ দেহ, সুন্দর মন— খেলাধুলা প্রয়োজন” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টটি এলাকার ক্রীড়াপ্রেমী ও তরুণ সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু ইউসুফ খাঁন, বিশিষ্ট সমাজসেবক ও খাঁন পল্লী সোলার এন্ড ইলেক্ট্রিকের সত্ত্বাধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বাবুল মুন্সী, ইউপি সদস্য (মেম্বার), ২নং ওয়ার্ড, যাত্রাপুর।


অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক টুর্নামেন্ট পরিচালকের দায়িত্ব পালন করেন নবছায়ার প্রতিষ্ঠাকালীন সদস্য কাজী শাহাবুদ্দীন। এ সময় নবছায়ার অন্যান্য সদস্যবৃন্দ, খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। মাদকমুক্ত ও সুস্থ প্রজন্ম গড়ে তুলতে নবছায়ার এই আয়োজন সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।


আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া আয়োজন নয়; বরং সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার একটি প্রয়াস। ভবিষ্যতেও নবছায়া খেলাধুলা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর, সুস্থ ও সচেতন সমাজ গঠনে কাজ করে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।


"নবছায়া" — একটি সুন্দর সমাজ বিনির্মাণে।