বাংলাদেশ–ভারত ফুটবল ম্যাচের লাইভ সম্প্রচার যাত্রাপুরে
বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রতীক্ষিত আন্তর্জাতিক ফুটবল ম্যাচটির লাইভ সম্প্রচারের বিশেষ আয়োজন করেছে সামাজিক সংগঠন নবছায়া। রবিবার (১৮ নভেম্বর) রাত ৮টা থেকে যাত্রাপুর এ.কে উচ্চ বিদ্যালয় মাঠে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি এই খেলা দেখানো হবে।
সংগঠনের সদস্যরা জানান, এলাকার ফুটবলপ্রেমী মানুষদের একত্রিত করে একটি আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। যাতে গ্রামের সকল বয়সী মানুষ একটি বড় পর্দায় আন্তর্জাতিক মানের খেলা উপভোগ করতে পারেন।
নবছায়ার দায়িত্বশীল ব্যক্তিরা বলেন, “যাত্রাপুরের মানুষের বিনোদন ও সামাজিক বন্ধন শক্তিশালী করতেই এমন আয়োজন। আমরা চাই সবাই নিরাপদে, আনন্দের সাথে খেলা উপভোগ করুক।”
এ আয়োজনে সর্বস্তরের মানুষের উপস্থিতি প্রত্যাশা করেছে নবছায়া পরিবার।
0 Comments
Add a Comment
Reply to Comment